বাগেরহাটের চিতলমারীতে বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন
বাগেরহাটের চিতলমারীর স্বনামধন্য বিদ্যাপীঠ বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে তিন দিন ব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, এসিল্যান্ড বেদবতী মিস্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের মোঃ বাবুল হোসেন খান। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী আবজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শহিদুল হক, বিশিষ্ট টিভি ও মঞ্চ নাটক ব্যক্তিত্ব বাদশাহ গাজী প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি মিস্ত্রী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপা রানী বোস।